কেন্দ্রীয় মন্ত্রীসভা

  • ৭৪ নং ধারায় বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রীসভা থাকবে।
  • প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সকল মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন।
  • ৯১ তম সংশোধনী অনুযায়ী মন্ত্রীসভার সদস্য সংখ্যা (প্রধানমন্ত্রী সহ) কখনই লোকসভার মোট সদস্য সংখ্যার ১৫% এর বেশী হবে না।
  • মন্ত্রীসভার সদস্যদের সংসদের যেকোনো কক্ষের সদস্য হতে হবে। সংসদের যেকোনো কক্ষের সদস্য না হয়েও মন্ত্রীসভার সদস্য হওয়া যায় তবে সেক্ষেত্রে নিযুক্তির ৬ মাসের মধ্যে যেকোনো কক্ষের সদস্যপদ গ্রহণ করতে হয়।
  • ৭৫ নং ধারা অনুযায়ী মন্ত্রীসভা তাঁর কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। অর্থাৎ মন্ত্রীসভার কোন একজন মন্ত্রীর কাজের জন্য সমগ্র মন্ত্রীসভাকে লোকসভার কাছে দায়বদ্ধ থাকতে হয়। যেমন, মন্ত্রীসভার কোন একজন মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।
  • রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত মন্ত্রীপরিষদ বিভিন্ন কাজে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে। রাষ্ট্রপতি মন্ত্রীসভা কর্তৃক প্রদত্ত পরামর্শ না মেনে সেটি পুনর্বিবেচনার প্রস্তাব দিতে পারেন, কিন্তু পুনর্বিবেচনা করার প্র মন্ত্রীপরিষদের প্রদত্ত পরামর্শ মানতে রাষ্ট্রপতি বাধ্য।
  • রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদের মধ্যে পরামর্শ প্রদান ও পুনর্বিবেচনা সংক্রান্ত কোন সমস্যা সৃষ্টি হলে তা আদালতে উত্থাপন করা যায় না।
  • মন্ত্রীসভার কোন একজন মন্ত্রী সংসদের যে কক্ষের সদস্য সেই কক্ষের আলোচনা ও ভোটাভুটিতে অংশ গ্রহণ করতে পারেন কিন্ত অপর কক্ষের আলোচনায় অংশ গ্রহণ করতে পারলেও ভোটাধিকার থাকে না।
  • মন্ত্রীসভায় তিন ধরনের মন্ত্রী থাকে-
    • ক্যাবিনেট মন্ত্রীঃসাধারণত স্বাধীন দপ্তরের দায়িত্বে থাকেন এবং অধিক মর্যাদা লাভ করেন।
    • রাষ্ট্রমন্ত্রীঃরাষ্ট্রমন্ত্রীদের স্থান ক্যাবিনেট মন্ত্রীদের ঠিক পরেই। তারা হয় স্বাধীন দপ্তর পান অথবা ক্যাবিনেট মন্ত্রীদের দায়িত্ব পালনে সহযোগিতা করেন।
    • প্রতিমন্ত্রীঃকোন স্বাধীন দায়িত্ব থাকে না, ক্যাবিনেট মন্ত্রকের সহায়তার জন্য নিযুক্ত করা হয়।
  • ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় সংবিধানে ক্যাবিনেট কথাটি ব্যবহৃত হয়নি, ৪৪ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজিত হয়।